দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

গাজীপুরের শ্রীপুরে তিনটি ভিন্ন ভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওয়াদ্দারদিঘি দক্ষিণে ও সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গোসিংগা থেকে কাপাসিয়া যাওয়ার পথে মো. জিহাদ হোসেন (২৫) নামে এক তরুণ লতিফপুর এলাকায় নাজিমুদ্দিন মেম্বারের বাড়ির সামনে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মোসা. সোহানা নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওয়াদ্দার দিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সিফাত হোসেন (৩০) নামের এ ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলে টেংরা অভিমুখে যাচ্ছিলেন সিফাত। পথে ওয়াদ্দার দিঘী এলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল মিয়া নামের মোটরসাইকেল চালক নিহত হন।

Advertisement

মো. আমিনুল ইসলাম/এফএ/এমএস