জোকস

জোকস : রজনীকান্তের একদিন

রজনীকান্তের একদিনরজনীকান্ত মহল্লায় ঘুরতে বের হলেন। দেখলেন যে তার এলাকার সীমানায় যে নদী আছে; সেখানে একটা কাঠের ব্রিজ তৈরি হচ্ছে। সে রেগে গিয়ে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলো, ‘কে এই ব্রিজ তৈরির অনুমতি দিয়েছে?’ ইঞ্জিনিয়ার বলল, ‘একজন গায়িকা এদিক দিয়ে যাবে; সে নৌকা পার হতে ভয় পায়। তাই এই ব্রিজ তৈরি করা হয়েছে। তার নাম হচ্ছে...’রাগান্বিত রজনীকান্ত মুহূর্তে ব্রিজটা ভেঙে ফেলল পুরো কথা না শুনেই। ইঞ্জিনিয়ার দুঃখ করে বলতে লাগলো, ‘তার নাম হচ্ছে ইমা রহমান। তার আরেক জায়গায় কনসার্ট ছিল। এখন তো সে যেতে পারবে না। তার এখন এখানেই কনসার্ট করতে হবে’রজনীকান্ত এক সেকেন্ডে একটা লোহার ব্রিজ বানিয়ে বলল, ‘নাও... আমি কি মজাও করতে পারব না...তোমরা সবসময় আমাকে এত সিরিয়াসলি নাও কেন?’****তোমরা ছিড়লে ফ্যাশনরজনীকান্ত রাস্তায় ঘুরতে বের হলেন। এ সময় এক যুবতির প্যান্টের দিকে তার নজর পড়ল। তাই যুবতিকে ডেকে বলল-রজনীকান্ত : তোমার প্যান্ট ছেড়া কেন?যুবতি : এটা একটা ফ্যাশন।রজনীকান্ত : আমরা ছিড়লে নির্যাতন, তোমরা ছিড়লে ফ্যাশন।একনজরে রজনীকান্ত* রজনীকান্তের ৬০ মিনিট সময় ব্যয় হতে ২০ মিনিট লাগে।* রজনীকান্ত ই-মেইল আইডি হল- gmail@rajnikant.com* আলফ্রেড নোবেল রজনীকান্ত পুরস্কার পেয়েছিলেন!* এক হাজার বছর পরে রোবটরা একটা মুভি বানাবে, সেটার নাম হবে ‘রজনীকান্ত’।* রজনীকান্ত ব্যক্তি জীবনে এতই অলস যে বিয়ে করে বাসর রাতে স্ত্রীকে জড়িয়ে ধরে অপেক্ষায় ছিলেন কখন ভূমিকম্প হয়।এসইউ/এমএস

Advertisement