জাতীয়

নূর হোসেনকে আজ আদালতে তোলা হচ্ছে

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে সোমবার আবারো পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে।১৪ দিনের জেল হেফাজত শেষে আজ বেলা দুইটায় নূর হোসেন এবং তার দুই সঙ্গী ওহিদুর রহমান ও খান জামানকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়া হবে।নূর হোসেন গত ১৪ জুন গ্রেফতার হওয়ার পর এখনো আদালতে জামিনের প্রার্থনা করেননি। তবে ৭ জুলাই নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করলেও ১৪ জুলাই মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তা খারিজ করেন।কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম গ্রেফতার হন। পরদিন ১৫ জুন নূর হোসেন ও তার দুই সহযোগী ওহিদুর জামান ও খান সুমনকে বারাসাতের আদালতে তোলা হয়। তাদের প্রত্যেকের আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২৩ জুন তাদের ফের আদালতে তোলা হয়। মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় ওই তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতে দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement