পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন।
Advertisement
এই সংস্কার কমিশনগুলোর মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার কাছে ৬ সংস্কার কমিশন প্রধানের প্রতিবেদন রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: সিপিডি শিক্ষা সংস্কার কমিশন গঠন নিয়ে কাটছে না সংশয়এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
Advertisement
কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।
আরএমএম/এমকেআর/এমএস