ক্যাম্পাস

জাবি ভর্তি পরীক্ষায় মোবাইল দেখে উত্তর, আটক ২

জাবি ভর্তি পরীক্ষায় মোবাইল দেখে উত্তর, আটক ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মোবাইল দেখে উত্তর দেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন— পারমিতা দত্ত ভুমি (১৭) ও তার বোন নিবেদিতা দত্ত (২১)। তারা কিশোরগঞ্জ সদরের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, পারমিতা মোবাইল দেখে উত্তরপত্র পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি তাকে আটক করে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, পারমিতা নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করেন। মোবাইল দেখে ওএমআর সিট পূরণ করায় তাকে আটক করা হয়। তিনি নিবেদিতাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে নিবেদিতা তাকে পরীক্ষা হলের বাইরে থেকে উত্তরপত্র পাঠিয়েছিলেন বলে স্বীকার করেন। পরে তাদের দুজনকেই আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তাদের আশুলিয়া থানা পুলিশে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে।

৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়।

সৈকত ইসলাম/জেডএইচ/এমএস

Advertisement