অর্থনীতি

ওমরাহ পালন করলেন প্রাণ গ্রুপের ২৫০ কর্মকর্তা

ওমরাহ পালন করলেন প্রাণ গ্রুপের ২৫০ কর্মকর্তা

বাংলাদেশের করপোরেট জগতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ। এই প্রথমবারের মতো কোনো করপোরেট প্রতিষ্ঠানের ২৫০ জন কর্মকর্তা ৯ ফেব্রুয়ারি একসঙ্গে ওমরাহ পালন করেছেন। কর্মীদের মধ্যে উদ্দীপনা যোগাতে এবং তাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করতে প্রাণ গ্রুপ এ ধরনের আয়োজন করেছে।

Advertisement

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রাণ গ্রুপের কর্মকর্তারা এই ওমরাহতে অংশ নেন। ওমরাহ পালনের অংশ হিসেবে তারা পবিত্র কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করেন।

এছাড়াও তারা মসজিদুল হারামে নামাজ আদায় করেন এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করেন। তাছাড়া গ্রুপটির কর্মকর্তারা মদিনায় মসজিদে নববীতে নামাজ আদায় করেন।

আরও পড়ুন

Advertisement

ওমরা করতে যা জানা জরুরি ওমরা পালনের ধারাবাহিক নিয়ম ও দোয়া

ওমরাহ পালন বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘কর্মীদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করবো, যেন আমাদের কর্মকর্তারা মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ হতে পারেন’।

ওমরাহ পালনের এই উদ্যোগ প্রাণ গ্রুপের মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে। কোম্পানির কর্মকর্তারা ওমরাহ পালন শেষে কর্মক্ষেত্রে ফিরে আরও অনুপ্রাণিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এমআরএম/এমএস

Advertisement