রাজনীতি

আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক: রিজভী

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কিছু রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

আরও পড়ুন

Advertisement

আখতারকে সরাতে চায় কারা, হঠাৎ কেন আলোচনা? ‘ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াত-শিবির-জনতার ঐক্যের বিকল্প নেই’

তিনি বলেন, জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও দাবি তার।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেলো সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম/এমএস

Advertisement