ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) চলছে। আইওসি সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
Advertisement
ভারতের গণমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক মো. মনোয়ার মোকাররম বলেন, এটি মহাপরিচালকের দপ্তর দেখভাল করছে। দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানকে কল করা হলে তিনি ফোন ধরেননি।
রোববার মাস্কাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে, যার তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন।
Advertisement
এবারের সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
ভারত-বাংলাদেশের বাণিজ্য সংযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা জরুরি নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত: জয়শঙ্করগত ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটাই ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জয়শঙ্কর ও তৌহিদ হোসেনের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকার বিদায়ের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলে ভারত সেখানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি বৈরি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
Advertisement
অন্যদিকে, ঢাকা চায় দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন বা আওয়ামী লীগের কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ না নেন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, সন্ত্রাসবাদে অভিযুক্তদের মুক্তি ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা চলছে।
এমওএস/এমআরএম/এমএস