জাতীয়

রামপুরায় সিএনজিচালকদের অবরোধে যান চলাচল বন্ধ

রামপুরায় সিএনজিচালকদের অবরোধে যান চলাচল বন্ধ

সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানার নির্দেশনার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে বাড্ডা থেকে রামপুরার দিকে এবং রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেফতার আরও দুই চট্টগ্রামে পুলিশি অভিযানে গ্রেফতার ১৯

অবরোধ করা সিএনজিচালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement

সিএনজিচালকরা বলছেন, মালিকদের স্বেচ্ছাচারিতা, পথে পথে চাঁদাবাজি, স্ট্যান্ডের নামে অবৈধভাবে অর্থ আদায়সহ নানা কারণে তারা সরকারি নির্দেশনা মোতাবেক অটোরিকশা চালাতে পারেন না। অতিমুনাফালোভী মালিকদের জন্য তারা বাধ্য হয়ে মিটার ছাড়া সিএনজি চালান। কারণ, প্রতি শিফটে মালিককে জমা দিতে হয় ৯৫০ টাকা। আর রাতের শিফটে সকাল ৬টা অবধি চালালেও মালিককে দিতে হয় ৯০০ টাকা।

এএএইচ/এমআরএম/এমএস