জাতীয়

কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেফতার আরও দুই

কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেফতার আরও দুই

রাজধানীর কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় একটি গরুসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হলো।

Advertisement

গ্রেফতাররা হলেন- মো. সোহেল মিয়া (৩৩) ও মো. ফারুক হোসেন (৩৮)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শাহআলী থানা ও নারায়ণগঞ্জের বন্দর থানার ক্যামতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কলাবাগান থানার বরাত দিয়ে তিনি বলেন, গত ৯ জানুয়ারি দিনগত রাত সাড়ে ৪টার দিকে মিরপুর রোডে কয়েকজন গরু ব্যবসায়ীর ৯টি গরু ও গরু বহনকারী একটি পিকআপ অস্ত্রের মুখে ভয় দেখিয়ে লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

Advertisement

আরও পড়ুন ঢাকায় গরুবোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি লুণ্ঠিত গরু উদ্ধার করা হয়। পরে সোহেল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার ক্যামতাল এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১০ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে শাহআলী থানা এলাকা থেকে ডাকাত দলের অন্যতম সদস্য মো. রিয়াজ গোলদারকে পিকআপসহ গ্রেফতার করা হয়। এরপর ১৫ জানুয়ারি শাহআলী থানার গুদারাঘাট এলাকা থেকে মো. ফয়সালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ভোলার দুলারহাট এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান রনি ওরফে রনি দালালকে গ্রেফতার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

কেআর/বিএ