নতুন মৌসুমের মূল প্রতিযোগিতার প্রস্তুতিসরূপ বেশকিছু ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল ইন্টার মিয়ামি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সময় আজ শনিবার সকাল সাড়ে ৬টায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হয় মিয়ামি। মূল খেলা শুরুর আগে এটিই ছিল ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির শেষ প্রস্তুতিমূলক ম্যাচ।
Advertisement
তবে শেষ ম্যাচটি ভালো হয়নি মিয়ামির। অরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ক্লাবটি। ম্লান ছিলেন দলের মূল দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
শনিবার রেমন্ড জেমস স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়ে মিয়ামি। শেষ মুুহূর্তের গোলে কোনোমতে ড্র করে ফিরেছে দলটি।
ম্যাচের ১৫ মিনিটে অরল্যান্ডো সিটিকে লিড এনে দেন মার্টিন ওজেডা। ২২ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান নতুন চুক্তিবদ্ধ হওয়া তাদিও অ্যালেন্দে।
Advertisement
৫৪ মিনিটে আবারও লিড নেয় অরল্যান্ডো। এই গোল শোধ করতে মিয়ামিকে অপেক্ষা করতে হয় ৯৩ মিনিট পর্যন্ত। গোলটি করেন ফিফা ফুকো।
মিয়ামি মৌসুমের মূল খেলা শুরু করবে আগামী ১৯ ফেব্রুয়ারি, কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ দিয়ে। এরপর ২৩ ফেব্রুয়ারি এমএলএসের নিয়মিত খেলায় নিউইয়র্ক সিটির মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা।
এমএইচ/
Advertisement