দেশজুড়ে

আমুর সহকারী কালাম গ্রেফতার

আমুর সহকারী কালাম গ্রেফতার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল কালাম রাজাপুর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন

Advertisement

আমির হোসেন আমু গ্রেফতার

গ্রেফতার আবুল কালাম আজাদ (৪০) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে।

জানা গেছে, আবুল কালাম আজাদ আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি পলাতক ছিলেন।

মো. আতিকুর রহমান/ইএ

Advertisement