রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা।
Advertisement
গ্রেফতাররা হলো- তৌহিদুল ইসলাম ওরফে নীরব (২৬) ও মো. আলভী হোসেন ওরফে নাহিদুল ইসলাম (২২)। তারা ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে গোড়ান এলাকায় অভিযান চালায় খিলগাঁও থানার একটি টিম। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তৌহিদুল এবং আলভীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অজ্ঞাতনামা আরও ৮/৯ জন কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারদের কাছ থেকে একটি চাপাতি, দুটি লোহার রড, একটি স্টিলের চাকু ও একটি নাইলনের রশি উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।
Advertisement
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার রাস্তায় ডাকাতির উদ্দেশে তারা একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কেআর/এমএএইচ/এএসএম