জাতীয়

গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করলেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ এজাজ।

Advertisement

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএনসিসিতে যোগ দিয়ে রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে ডিএনসিসি প্রশাসক গুলশানের নগরভবনে ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন।

আরও পড়ুন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া

সভায় ডিএনসিসির কবরস্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার এবং কবরস্থানের লাইটগুলো সচল করার নির্দেশ দেন প্রশাসক।

Advertisement

এসময় রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরগুলো নির্দিষ্ট করতে নামফলক স্থাপনের নির্দেশনা দেন তিনি।

এমএমএ/বিএ