ছবি দেখে মনে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে কি ঘুমপরী? ফাগুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আসছে নতুন এক ওয়েস সিনেমা, যার নাম ‘ঘুমপরী’। সম্প্রতি এর চরিত্রগুলো সম্পর্কে ধারণা দিতে প্রকাশ করা হয়েছে বেশ কিছু স্থিরচিত্র। সেসব দেখে মনে হবে, দর্শক-হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতিতে পৌঁছে দেওয়ার আয়োজন করা হয়েছে।
Advertisement
গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ‘ঘুমপরী’র গানের টিজার ‘মন্দ হতো না’। গানটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী অন্তু দাস। মেহেদী হাসানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের পুরুষ চরিত্রের অভিনেতা কণ্ঠশিল্পী প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কি না প্রথম দিকে এটাই ভাবছিলাম। এতো ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কি না, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রটা একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম অন্যভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি। তারপর কাজটায় যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে গল্পটায়।’
তানজিন তিশা বলেন, ‘গল্পটা শুনেই ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। “ঘুমপরী” তেমনই একটা গল্প। আমি তো পারফরমেন্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’
Advertisement
কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন বলেন, ‘এটা এমন একটা কাজ, ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’
ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চকিতে আসছে ‘ঘুমপরী’। তবে সেটি দেখা যাবে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায়।
আরএমডি/জিকেএস
Advertisement