ওয়েবসাইট হ্যাকিং-এর জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে `হনুমান` সম্বোধন করল নর্থ কোরিয়া। সোনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক করার দায় অস্বীকার করেছে তারা। `দ্য ইন্টারভিউ` নামে ছবিটি প্রকাশ করতে না দেওয়ার পিছনে ওবামারও হাত রয়েছে বলে অভিযোগ তাদের।এই প্রসঙ্গেই ওবামাকে হনুমান সম্বোধন করে নর্থ কোরিয়া। যেহেতু ওই ছবিতে নর্থ কোরিয়ার প্রতি আমেরিকার শত্রুতামূলক আচরনের বেশ কিছু নিদর্শন রয়েছে, তার জন্যই ওবামা এই সিনেমা মুক্তি পেতে দিতে চাননি বলে দাবি উত্তর কোরিয়ার।এটাই প্রথমবার নয়, এই ভাবে সম্বোধন করার নিদর্শন আগেও রয়েছে উত্তর কোরিয়ার। তারা এবছরের শুরুতেই মার্কিন রাষ্ট্রসচিব জন কেরিকে `নেকড়ে` এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে `যৌনকর্মী` বলে সম্বোধন করেছিল নর্থ কোরিয়া।
Advertisement