নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে প্রায় আট মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি অনেকের কাছে ‘পানপাতা মাছ’ নামেও পরিচিত।
Advertisement
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে এলে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
মাছটি এক লাখ ২০ হাজার টাকায় কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রায় আট মণ ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। পরে তিনি মাছটি পিকআপ ভ্যানে করে বৈদ্যেরবাজার-ঘাট এলাকায় বাজারে নিয়ে আসেন। এক লাখ ২০ হাজার টাকায় মাছটি আমি কিনে নিই।
ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, মাছটির ওজন হয়েছিল ৩১০ কেজি (৭ মণ ৩০ কেজি)। পরে কেটে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এতে লাভ হয়েছে ৯৭ হাজার টাকা।
Advertisement
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, বাজারে শাপলাপাতা মাছের চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে ‘হাউজ মাছ’ বলা হলেও এর নাম রেফিন ফিশ বা স্টিং ফিশ।
মো. আকাশ/এসআর/এএসএম