জাতীয়

চট্টগ্রামে টিসিবির ট্রাক সেল আজ থেকে শুরু

চট্টগ্রামে টিসিবির ট্রাক সেল আজ থেকে শুরু

চট্টগ্রামে এক মাস বন্ধ থাকার পর পুনরায় ট্রাক সেলের মাধ্যমে আজ থেকে ভোগ্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকার সারাদেশে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যের নিত্যপণ্য বিতরণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় জানুয়ারি মাসে চট্টগ্রাম নগরী ও জেলার কোথাও টিসিবির পণ্য বিক্রি করা যায়নি। অবশেষে স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়াই আজ (সোমবার) থেকে নগরীতে উন্মুক্ত ট্রাক সেলের মাধ্যমে টিসিবির নিত্যপণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি শুরু হচ্ছে।

Advertisement

টিসিবি জানিয়েছে, খোলা ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হবে, তাই সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের এসব পণ্য নিতে পারবেন। নগরীর ৪১টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রির জন্য ৬০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০টি পয়েন্টে প্রতিদিন ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতি ট্রাক থেকে ২০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুন:

সুগন্ধি চাল রপ্তানির পরিমাণ-ন্যূনতম দাম বেঁধে দেবে সরকাররমজানে বাজারে থাকবে ভোক্তা অধিদপ্তরের ৬০ টিমহিমাগারে ১ কেজি আলু রাখতে গুনতে হবে ৮ টাকা

একজন সাধারণ মানুষ টিসিবির লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে ১ কেজি চিনি, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ৭৭ টাকা ৫০ পয়সা দিয়ে ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। মোট ৫৮৭ টাকা ৫০ পয়সায় পাওয়া যাবে পুরো প্যাকেজটি।

Advertisement

টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুর ইসলাম বলেন, সোমবার থেকে চট্টগ্রাম নগরীসহ সারাদেশে টিসিবির ট্রাক সেল শুরু হবে। চট্টগ্রাম নগরীর ৬০টি পয়েন্টের মধ্যে প্রতিদিন ২০টি পয়েন্টে এই পণ্য বিক্রি হবে। সারাদেশে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় উন্মুক্তভাবে সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ড চালু না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে।

এমডিআইএইচ/এসএনআর/জেআইএম