দেশজুড়ে

রোয়ানুর প্রভাবে বরগুনায় গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর প্রভাব ও জোয়ারের পানির চাপে বরগুনায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাতলা গ্রামে ৪১/১ পোল্ডারে এ বাঁধ ভেঙে যায়।ফলে ওই এলাকার বাড়ি-ঘর, কৃষি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে সোনাতলা, রায়েরতবক ও কালিরতবক গ্রামের কয়েক হাজার মানুষ।বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর প্রভাবে শুক্রবার বরগুনার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ২ দশমিক ৫৮ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও তা বিপদসীমা অতিক্রম করেনি।অপরদিকে, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় জেলার সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।    সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/এমএস

Advertisement