জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী জনগোষ্ঠী অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।বক্তারা বলেন, বাংলাদেশ অদম্য গতিতে এগিয় গেলেও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার। তাদের অস্তিত্ব সীমাহীন সংকটের মুখোমুখি।বক্তারা আরো বলেন, শুধু মাত্র মন্দির, গীর্জা- মঠ, প্যাগোডায় অব্যাহত হামলা নয়, সংখ্যালঘুদের উপর নির্যাতনও চলছে।এসময় মানববন্ধন থেকে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি আসন সংরক্ষণ করা; প্রশাসনিক কাঠামোর প্রতিটি স্তরে ২০ শতাংশ সংখ্যালঘু ও আদিবাসীদের পদায়ন; সংবিধানের ১২ অনুচ্ছেদের ২(ক) অনুচ্ছেদ বিলোপ এবং ১৯৭২ সালের সংবিধানের মৌল আদলে রাষ্ট্র ও রাজনীতিতে ধর্মনিরপেক্ষ নীতির যথাযত বাস্তবায়ন নিশ্চিত করা; সবার ক্ষেত্র সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করা; স্বর্থ বান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন; শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসনে পাঠ্যপুস্তকে সকল ধর্ম ও জাতিসত্বার সম মর্যাদার প্রতিফল ঘটাতে হবে; দায় মুক্তার সংস্কৃতি থেকে জাতিকে উত্তরণ ঘটাতে হবে; মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও সন্ত্রাসমুক্ত বংলাদেশ গড়তে হবে।সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে প্রদান করা হবে বলে জানিয়েছে বক্তারা। সংগঠনের সভপতি ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তসহ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন উপস্থিত ছিলেন।এএস/এআরএস/এমএস
Advertisement