রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মৎস্য আড়ত থেকে চাষ ও বিক্রির নিষিদ্ধ ১৮শ’ কেজি আফ্রিকান মাগুর মাছ ও দেড় মন জাটকা ইলিশ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১০)।এ ঘটনায় আড়তের মালিকসহ ৪ জনকে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট মো. রেহেনুল হকের পরিচালিত জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি খাইরুল ইসলাম। কোম্পানী কমান্ডার ফ্লাইড ল্যাফটেন্যান্ট মো. কাউসার জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যাত্রাবাড়ির মৎস্য আড়তে বিক্রি ও উৎপাদনের জন্য নিষিদ্ধ মাছ রয়েছে। এখবরে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র্যাবের যৌথ উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ির মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৮ শ কেজি আফ্রিকান মাগুর মাছ ও দেড় মন জাটকা ইলিশ জব্দ করা হয়।এঘটনায় আড়তের মালিক নাজিম উদ্দিনকে(৪০) ৫ হাজার টাকা, আব্দুল হাই ১ হাজার, হোসাইন ৫শ ও সুবিরকে ৫ শ টাকা জরিামানা করে জেলার ভ্রাম্যমান আদালত।
Advertisement