দেশজুড়ে

ঘুমধুমে স্থলবন্দর করার সম্ভাব্যতা যাচাই হচ্ছে: নৌ উপদেষ্টা

ঘুমধুমে স্থলবন্দর করার সম্ভাব্যতা যাচাই হচ্ছে: নৌ উপদেষ্টা

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর ও ঘুমধুম সীমান্ত সড়ক পরিদর্শন করেছেন বস্ত্র,পাট ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

Advertisement

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের সীমান্ত সড়ক ও স্থলবন্দরের সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে দুপুরের দিকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান তিনি। এসময় তিনি স্থলবন্দর ঘুরে দেখেন। আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে কথা বলেন। তখন বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন আমদানিকারকরা।

উপদেষ্টা বলেন, টেকনাফ স্থলবন্দরকে নৌ-বন্দরে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া ঘুমধুমে স্থলবন্দর করা যায় কি না তার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে নৌপথের চেয়ে স্থলপথ সুবিধাজনক। ঘুমধুমের এশিয়ান ট্রান্সরোডটি দুদেশের জন্য সহজ যোগাযোগের পথ। টেকনাফে অলরেডি আমাদের একটি বন্দর রয়েছে।

Advertisement

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মানজারুল মান্নান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ ইয়ামিন, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জিকেএস