ব্রির মহাপরিচালক

দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৩৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

কৃষিখাত আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদে কৃষিযন্ত্র তৈরি করার কারখানা স্থাপন করেছে বাংলামার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেখানে নিত্যনতুন নানা কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন ‘ব্রি গ্রেইন কালেক্টর’। যা দিয়ে চাতাল থেকে ধান গম সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে এই কৃষিযন্ত্রটি আধুনিকায়ন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) নতুন এই কৃষিযন্ত্র উন্মোচন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলামার্কের ওই কারখানা পরিদর্শনকালে ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘দেশীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলামার্কের এই উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে, যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে।’

ব্রির সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী বলেন, ‘আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষকের অনেক কষ্ট করতে হতো। শারীরিক পরিশ্রম হতো। আবার উৎপাদনও কম ছিল। এখন আধুনিক চাষাবাদে কৃষকের কষ্ট কমছে। একইসাথে খরচও কমছে। দেশে খাদ্য উৎপাদন বাড়ছে। আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার নিশ্চিত করতে পারলে খাদ্য উৎপাদনে বিপ্লব হবে।’

দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের (এসএফএমআরএ) প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফূল ইসলাম বলেন, ‘আমরা কৃষিতে কস্ট ইফেক্টিভ প্রযুক্তির দিকে নজর দিচ্ছি। এই লক্ষ্যে আমাদের গবেষণা দল কাজ করছে। প্রান্তিক কৃষকরা যেন আধুনিক কৃষির সুফল ভোগ করতে পারে। এক্ষেত্রে বাংলামার্কের মতো প্রতিষ্ঠানগুলোকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে

বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া। যেন তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন যেন বাড়ানো যায় সেটাও আমাদের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এক জমিতে বছরে ৩/৪ বার পর্যন্ত ফসল ফলানো সম্ভব।’

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঁঞা, বাংলামার্কের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামসহ কারখানার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেশীয় কৃষি যন্ত্রপাতি তৈরির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে

কারখানাটি পরিদর্শনে দেখা যায়, ব্রি’র গবেষণাকৃত বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার, চপার মেশিন, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন, ধান শুকানোর মেশিনসহ নানা ধরনের কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে বাংলামার্কের কারখানায়। এছাড়া এই কারখানায় হাওর অঞ্চলের উপযোগী করে কম্বাইন হারভেস্টার মেশিনেরও দেশীয় রূপ দেওয়ার কাজ চলছে।

বিজ্ঞাপন

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।