পোল্ট্রির খামার কোথায় করবেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

বর্তমানে পোল্ট্রি একটি লাভজনক ব্যবসা। আপনিও পোল্ট্রি পালন করে ব্যবসা শুরু করতে পারেন। দেশে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হিসেবে মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি।

কম সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে মুরগি পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি শিল্প হিসেবে বিবেচিত। সঠিক পরিকল্পনায় মুরগি খামার স্থাপনের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে তোলা যায়।

কোথায় করবেন

খামারের জন্য সঠিক অবস্থান নির্বাচন করতে হবে। এমন একটি জায়গা বেছে নিন, যেখানে প্রয়োজনীয় সব সুবিধা আছে। শহর থেকে সামান্য দূরে হতে পারে। যেখানে জমি খুব সস্তা। শহর থেকে খুব দূরে খামার করবেন না।

এ ছাড়া আবাসিক এলাকায় খামার স্থাপন এড়িয়ে চলুন। কারণ হাঁস-মুরগির খামার থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। খামারের অবস্থান নির্বাচন করার সময় পরিবহন ব্যবস্থা সম্পর্কে খেয়াল রাখা জরুরি।

খেয়াল রাখবেন

খামারের স্থান উঁচু হওয়া উচিত। খামার এমন স্থানে গড়তে হবে, যেখানে বন্যার পানি কখনো প্রবেশ করতে না পারে।

খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে।

যেখানে খামার করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।