১৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন আরাফাত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

কখনো নিজে ভ্যান চালিয়ে, কখনো অন্যদের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গাছের চারা পৌঁছে দিচ্ছেন ইয়াসির আরাফাত। ৩ বছর ধরে এমন মহৎ কাজ করছেন তিনি। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশা। চট্টগ্রামের মিরসরাই পৌর সদরের তরুণ ব্যবসায়ী আরাফাত বর্ষা মৌসুম এলে ছুটে যান উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা রৌশনেজ্জামান বাচ্চু ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস আরা লাকির বড় ছেলে।

জানা গেছে, তরুণ এ ব্যবসায়ীর মিরসরাই সদরে পারিবারিক রেস্টুরেন্ট আছে। এ প্রতিষ্ঠানের আয়ের টাকা থেকে তিনি গাছের চারা বিতরণ এবং রোপণ করেন। এজন্য তাকে পরিবার থেকে উৎসাহ দেওয়া হয়। এছাড়া তার রেস্টুরেন্টে শুক্রবার অসহায়, ভিক্ষুক, দরিদ্র মানুষকে বিনা মূল্যে খাওয়ানো হয়। তিনি বিভিন্ন দুর্যোগে ছুটে যান মানুষের পাশে। দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতেও ছুটে গেছেন। দিয়েছেন খাদ্য সহায়তা।

আরও পড়ুন: বালু নদীর তীর থেকে তালগাছের চারা রোপণ অভিযান শুরু

তরুণ ব্যবসায়ী ইয়াসির আরাফাত বলেন, ‘৩ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১৫ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছি। নিজেই বিভিন্ন জায়গায় পৌঁছে দিই। কারণ মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে কলকারখানা নির্মিত হলে পরিবেশ নষ্ট হবে। বিষয়টি মাথায় রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এমন উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

মিরসরাই পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি বলেন, ‘আরাফাতের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশায় পরিণত হয়েছে। ব্যবসা থেকে আয়ের টাকা দিয়ে সে এমন মহৎ কাজ করে।’

আরও পড়ুন: বৃক্ষমেলায় গাছের সমাহার

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ‘আরাফাত আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার কাজটি আমার খুব ভালো লাগে। আমাদের ছাত্র হিসেবে গর্ববোধ করি। সে গত রোববারও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ করেছে।’

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘আমি শুনেছি তরুণ ব্যবসায়ী আরাফাত অনেক আগে থেকেই নিজ উদ্যোগে গাছের চারা বিতরণ করছেন। পরিবেশের সুরক্ষায় সবাইকে আরাফাতের মতো মহৎ কাজে এগিয়ে আসা উচিত।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।