ঘূর্ণিঝড় ও ঝোড়ো বৃষ্টির পর কৃষকদের করণীয় জানালো ব্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৯ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় বা ঝোড়ো বৃষ্টির পর কৃষকদের করণীয় জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি)।

গবেষণা সংস্থাটি বলছে, ঝোড়ো বাতাসে আমন ধানের গাছ মাটিতে পড়ে যেতে পারে। তাই ধানের চার-পাঁচটি গাছ একত্রে সোজা করে খড় দিয়ে বেঁধে দিতে পারেন। এটাকে লজিং আপ পদ্ধতি বলে।

এছাড়া অতিরিক্ত পানি জমে থাকলে তার অপসারণ করে দিতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বৃষ্টির কারণে আমন ধানের জমিতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। ব্লাস্টের লক্ষণ দেখা দিলে ট্রাইসাইকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ট্রুপার, দিফা, জিল, ইউমোক, সামার, তেরাজোল, এল সাইক্লোজোল, সায়ানোজল, স্টেনজা, সামার ৭৫ ডব্লিউপি যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক ৮ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করা যেতে পারে।

এনএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।