সোমবার থেকে শুরু হচ্ছে সবজি মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

রাজধানীতে ষষ্ঠবারের মতো জাতীয় সবজি মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার এ মেলা শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিন দিনের এ মেলার বিষয়ে তথ্য তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

কৃষি সচিব বলেন, ‘এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। কেআইবি মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সবজি মেলা।’

তিনি জানান, এ বছর জাতীয় সবজি মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। সচিব বলেন, ‘গত বছর করোনা মহামারির কারণে সবজি মেলার আয়োজন করা যায়নি। আগের বছর (২০২০ সাল) জানুয়ারি মাসে পঞ্চমবারের মতো মেলার আয়োজন হয়েছিল। সে সময় অংশ নেয় ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিন দিনের মেলায় বিক্রি হয় ৩০ লাখ টাকার সবজি।’

‘বিগত ১২ বছরে সবজির উৎপাদন প্রায় সাতগুণ বেড়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। এই তালিকায় চীন প্রথম এবং ভারত দ্বিতীয়। কৃষিখাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। দেশে এখন চাষাবাদ হয় ১০০ প্রজাতির সবজি।’

আইএইচআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।