সারাদেশে বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমি ৪ লাখ ৮৪ হাজার একর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

২০২০-২০২১ অর্থবছরে বন্দোবস্তপ্রাপ্ত উপকারভোগী ভূমিহীন পরিবারের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৯৭৬ এবং বন্দোবস্তকৃত কৃষিজমির পরিমাণ প্রায় চার হাজার ৫৪৮ একর। এছাড়া সারাদেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ প্রায় চার লাখ ৮৪ হাজার একর।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কৃষি খাসজসি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এসব তথ্য উঠে আসে।

এছাড়া সভায় আরও জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপকারভোগী পরিবারের সংখ্যা ৬৬ হাজার ১৮৯টি।

সভায় দেশব্যাপী কৃষি খাসজমি বরাদ্দ ও ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন, দেশের শিল্পায়নের স্বার্থে কৃষিজমির ঊর্ধ্বসীমা শিথিলকরণ এবং নতুন সিটি করপোরেশনভুক্ত ও অন্যান্য নগর সংলগ্ন এলাকার কৃষিজমি অকৃষি হিসেবে ঘোষণা প্রসঙ্গে আলোচনা হয়।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আব্দুল মজিদ খান, মনজুর হোসেন, মো. ফরিদুল হক খান, মো. মহিববুর রহমান, সেলিম আলতাফ জর্জ, রমেশ চন্দ্র সেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল বিভাগীয় কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের প্রতিনিধিরা।

আরএমএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।