স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২১ ঘোষণা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ জুন ২০২১

দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে সপ্তমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মিটিং কক্ষ সুরমায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডস ২০২১ এর ঘোষণা দেয়া হয়।

কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে টানা ছয় বছর ধরে এই আয়োজন করা হচ্ছে। এ পর্যন্ত মোট ৪৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হয়েছে। আগের বছরের মতো এবারও মোট ১০টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হবে।

ব্যক্তি পর্যায়ে- আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি) ও দুর্যোগ যোদ্ধা হিসেবে সেরা কমিউনিটি এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি, সেরা প্রতিষ্ঠান- কৃষিসহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রফতানিকারক।

এছাড়া বিচারকদের হাতে থাকছে জুরিস্পেশাল ক্যাটাগরি, যা ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। এই ক্যাটাগরিতে এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষক ও খামারিরা বিশেষ গুরুত্ব পাবেন। সনদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের সকল ক্যাটাগরির জন্য থাকবে অর্থ পুরস্কার।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ডে চ্যানেল আইয়ের অংশীদার হতে পেরে আমি ভীষণ খুশি। কারণ কৃষিখাতে পরিবর্তনের রূপকারদের অবদানের জন্য আমরা তাদের সম্মানিত করার সুবর্ণ সুযোগ পেয়েছি।’

অনলাইনে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, ‘আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের যে অবদান তা কোনোভাবেই হিসেবে আনা সহজ নয়। টানা কয়েক বছর এই অ্যাওয়ার্ডের আয়োজনের মধ্য দিয়ে দেশের কৃষিক্ষেত্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তুলে আনা সম্ভব হয়েছে। তাদের সামান্য উৎসাহ সৃষ্টিই আমাদের এই আয়োজনের বড় সার্থকতা।’

চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘করোনা পরিস্থিতি আমাদের নতুন করে জানিয়ে দিয়েছে কৃষির গুরুত্ব। এই খাতের সেরা মানুষগুলো বছরে একবার সম্মানিত করার এই আয়োজন কৃষিখাতের প্রতি আমাদের বিনীত দৃষ্টি রাখার প্রয়াস। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ধন্যবাদ চ্যানেল আইয়ের সঙ্গে এই আয়োজন এগিয়ে নেয়ার জন্য।’

এছাড়া সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাস চৌধুরী, চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (ড্রামা ও টেলিফিল্ম) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।