সার আমদানির পরামর্শ


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১২ নভেম্বর ২০১৪

দেশের মাটির সাথে সামঞ্জস্য রেখে বিদেশ থেকে সার আমদানি করার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ ও সুপারিশ করা হয়।

এছাড়া সভায় ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়নে সার্বিক ব্যবস্থা গ্রহণে পরীক্ষা নিরীক্ষা করে খাল কাটার সুপারিশ করা হয়েছে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর অগ্রগতিতে সমস্যাবলী চিহ্নিতকরণ ও সম্ভাব্য উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

এচাড়া সভায় বিএডিসিতে পরিচালক (বীজ ও উদ্যান) পদে যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন এবং কৃষিবিদ কর্মকর্তা পদায়ণ এবং সার-বীজ সংরক্ষণে আরও গুদাম নির্মাণ এবং বিএডিসি এর থেকে বেহাত হওয়া গুদামগুলো ফিরিয়ে আনার সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, এ. কে. এম রেজাউল করিম তানসেন, মো. নুরুল ইসলাম ওমর এবং উম্মে কুলসুম স্মৃতিসহ কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।