কখন গরু মোটাতাজা করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৯ জুন ২০১৮

সামনে ঈদ। তাই মোটাতাজা গরুর খুব কদর। এছাড়া মোটাতাজা গরু বিক্রি করাও লাভজনক। কম সময়ে কম পুঁজিতে গরু মোটাতাজা করা যায়। তবে তা সময়মতো করতে হবে। আসুন জেনে নেই সে সম্পর্কেই-

মোটাতাজা করার সুবিধা

১. কম সময়ে (৪-৬ মাস) বেশি মুনাফা অর্জন করা যায়।
২. মূলধন বা পুঁজি দ্রুত ফেরত আসে।
৩. আর্থিক ক্ষতির ঝুঁকি কম থাকে।
৪. খরচের তুলনায় লাভ বেশি হয়।
৫. বেকারত্ব ও দরিদ্রতা দূর করা যায়।
৬. রোগব্যাধি কম হয়।

মোটাতাজা করার সময়
গরু মোটাতাজা করার উপযুক্ত সময় ডিসেম্বর-জানুয়ারি বা জুন-জুলাই। এ সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে বলে রোগব্যাধি কম হয়। তবে বর্ষাকাল ছাড়া যে কোনো সময়েই করা যায়। তবে ঈদুল ফিতর বা ঈদুল আজহার ৩-৪ মাস আগে গরু মোটাতাজাকরণ শুরু করলে লাভবান হওয়া যায়।

পদ্ধতি
গরু মোটাতাজা করার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। গরুকে আলাদা কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হয় না। গরুর স্বাভাবিক পরিচর্যাই এর জন্য যথেষ্ট। এতেই স্বাস্থ্যের উন্নতি হয়ে গরু মোটাতাজা হয়ে যাবে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।