কোন জেলায় কী ফল গাছ লাগাবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০২ অক্টোবর ২০১৭

সব ফল গাছ সব অঞ্চলে ভালো হয় না। এ ক্ষেত্রে গাছের পারিপার্শ্বিক উপযোগিতা বিচার করতে হয়। কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও আবহাওয়ার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। ফলে পরিবেশ, অর্থনীতি, ফলশিল্প এবং সামাজিক বিষয়ের ওপর নির্ভর করে ফল চাষ করতে হয়।

আসুন দেখে নেই প্রধান প্রধান ফলের বাণিজ্যিক উৎপাদনকারী জেলাসমূহের একটি তালিকা—

কলা
মুন্সীগঞ্জ, নরসিংদী, বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি, বান্দরবান ও ময়মনসিংহ।

পেঁপে
রাজশাহী, পাবনা, নাটোর, যশোর, খুলনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

jagonews24

আম
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, গাজীপুর, রাঙ্গামাটি ও রংপুর।

লিচু
পাবনা, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ ও পঞ্চগড়।

কাঁঠাল
চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, রাঙ্গামাটি, দিনাজপুর, নাটোর, পঞ্চগড়, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী ও কুষ্টিয়া।

আনারস
সিলেট, টাঙ্গাইল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও নরসিংদী।

jagonews24

তরমুজ
চট্টগ্রাম, কক্সবাজার, ঠাকুরগাঁও, নাটোর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, পটুয়াখালী ও রাজবাড়ী।

আমড়া
বরিশাল, ঝালকাঠী, মাদারীপুর, পিরোজপুর ও যশোর।

পেয়ারা
বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, যশোর, পাবনা, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নাটোর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

jagonews24

নারিকেল
পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, ভোলা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর ও নাটোর।

লেবু জাতীয় ফল
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাবনা, নাটোর, রাঙ্গামাটি, রংপুর, পঞ্চগড় ও খাগড়াছড়ি।

কুল
পাবনা, রাজশাহী, রংপুর, গাজীপুর, কুমিল্লা, বরিশাল ও সিলেট।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।