পেঁয়াজের রোগের প্রতিকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

রান্না-বান্নায় পেঁয়াজের বিকল্প কিছু নেই। তাই পেঁয়াজ কিনে খেতে হয় বা নিজ জমিতে চাষ করতে হয়। চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে। সে ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থাও নিতে হয়। আসুন জেনে নেই কী সেই প্রতিকার-

ব্লাস্ট রোগ
পেঁয়াজ চাষের পর এ রোগের আবির্ভাবের সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক ছিটিয়ে দিতে হয়। তাহলে এ রোগের প্রভাব অনেকাংশে কমে যায়।

peyaj

বেগুণে দাগ রোগ
এ রোগ দমনের জন্য ফসল সংগ্রহ করার পরে পরিত্যক্ত অংশসমূহ ভালোভাবে সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। জমিতে বীজ বপন করার আগে বীজ ছত্রাকনাশক দ্বারা শোধন করে নিতে হবে। গাছে রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যানব, ন্যাবাম, ডায়থেন ইত্যাদি ছত্রাকনাশক ছিটিয়ে দিতে হবে।

peyaj

পীতবর্ণ শিকড় হওয়া রোগ
পেঁয়াজ চাষের পর এ রোগ নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর। তবে একমাত্র রোগ-প্রতিরোধী জাতের পেঁয়াজ লাগিয়ে এ রোগ দমন করা সম্ভব।

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।