বিষ প্রয়োগে পুড়ে গেছে ৬৫ হাজার আনারস


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১১ জুন ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে ভুল করে ভিটামিনের পরিবর্তে ঘাসনিধনকারী বিষ প্রয়োগের ফলে ৬৫ হাজার আনারস পুড়ে গেছে। উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের ফটিয়ামারি গ্রামের কৃষক মোফাজ্জল মিয়ার (পাক্কু) আনারস বাগানে এ ঘটনা ঘটে।

কৃষক মোফাজ্জল মিয়া জানান, আমি ৫ একর জমিতে প্রায় ৭০ হাজার আনারসের চারা লাগিয়েছি। প্রথম থেকেই বাগানের সব মেডিসিন সাগরদিঘী বাজারের কীটনাশক ব্যবসায়ী আশীষ কুমার সাহার দোকান থেকে কিনে আনি। গত ১৩ মে আশীষ সাহা ভুল করে আমাকে সুপারভিক্সের (ভিটামিন) পরিবর্তে এমিরাক্সন (ঘাসনিধন বিষ) দেয়। পরদিন সকালে কাজের লোক দিয়ে তা সমস্ত বাগানে স্প্রে করাই।

Pineapple

একদিন পর দেখা যায়, সব গাছ মরে গেছে। বিষয়টি আশীষ সাহাকে জানালে সে আরো কিছু পটাশ স্প্রে করে দিতে বলে। কিন্তু কোন কাজ না হওয়ায় আমি হতাশ হয়ে যাই। তারপর স্থানীয় ইউপি মেম্বার আজিজ মিয়াসহ এলাকার কিছু লোকজন আশীষ সাহার সাথে বিষয়টি সমাধানের জন্য বসতে বললেও আশীষ সাহা অস্বীকৃতি জানায়।

কৃষক মোফাজ্জল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি টাকা ঋণ করে আনারস বাগান করেছি। আমার সব শেষ। এখন আমি কি করবো জানি না। মৃত্যু ছাড়া আমার এখন আর কোন পথ নেই।’ তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Tangail-Pineapple

কীটনাশক ব্যবসায়ী আশীষ সাহা বলেন, ‘আমার কাছ থেকে অনেক কৃষকই কীটনাশক কিনেছেন। তারা সে সব কীটনাশক আনারসসহ বিভিন্ন ফসলে প্রয়োগও করেছেন। পাক্কু মিয়াও আমার কাছ থেকে কীটনাশক কিনেছেন। কিন্তু সে জমিতে কী কীটনাশক প্রয়োগ করেছে- তা আমার জানা নেই। ভুল হয়েছে কীটনাশক প্রয়োগে। আমার কি দোষ? এর দায়ও আমার নয়।’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।