মাছের ফুলকা পচা রোগ হলে করণীয়


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৫ মে ২০১৭

মাছের বিভিন্ন ধরনের রোগ রয়েছে। এগুলোর মধ্যে ফুলকা পচা রোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোগটি প্রতিকারের আগে লক্ষণগুলো দেখে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া ভালো। আসুন জেনে নেই লক্ষণ এবং এর প্রতিকারগুলো।

কারণ
• পোনা মাছে এ রোগ বেশি দেখা দেয়।
• পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে এ রোগ দেখা দেয়।
• অধিক ঘনত্ব, তলদেশে জৈব পদার্থ জমা হওয়ায় দূষণের ফলে এ রোগ হয়।

gill-disease

লক্ষণসমূহ
১. ফুলকা ফুলে যাওয়া।
২. ফুলকায় রক্ত জমাট বাঁধা।
৩. অনেক তরল পদার্থ বের হওয়া।
৪. মাছের শ্বাস কষ্ট হওয়া
৫. মাছে অধিক মড়ক দেখতে পাওয়া।
৬. শরীরের মিউকাস কমে যাওয়া।
৭. স্বাভাবিক ঔজ্জ্বল্য থাকে না।
৮. লেজ ও পাখনায় সাদাটে দাগ দেখতে পাওয়া।
৯. লেজ ও পাখনায় পচন ধরা এবং ধীরে ধীরে ক্ষয় হওয়া।
১০. রক্তশূন্যতা এবং রং ফ্যাকাশে হয়ে যাওয়া।

gill-disease

প্রতিকার
* মাছের আক্রান্ত পাখনা কেটে ফেলে দিতে হবে।
* ২.৫% লবণ পানিতে বা ৫ পিপিম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা গোসল করাতে হবে।
* প্রতি কেজি খাবারের সঙ্গে ১-২ গ্রাম অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।
* শতাংশে ১ কেজি হারে পাথুরে চুন পুকুরে প্রয়োগ করে পুকুর জীবাণুমুক্ত করতে হবে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।