প্রযুক্তি ব্যবহারে শস্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ


প্রকাশিত: ১১:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষে ‘আধুনিক কৃষি প্রযুক্তি ও কৌশল ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি-দ্বিতীয় পর্যায়’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

এই প্রকল্পের আওতায় ৫১ জেলার ২১৭টি উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি ষন্ত্রাংশ সরবরাহ করা হবে।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো-আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যয় হ্রাস এবং শস্য নষ্ট হ্রাস করা।

এজন্য কৃষকদের পাওয়ার টিলার, ফসল কাটা যন্ত্র, বীজ রোপন মেশিনসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দেওয়া হবে বলেও জানান তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রচলিত যন্ত্রপাতি ব্যবহার করার কারনে সাধারণত ফসল কাটার বা উঠানোর সময় প্রায় ১৪ শতাংশ শস্য নষ্ট হয়ে যায়। কিন্তু আধুনিক যন্ত্রাংশ ব্যবহারে এই ক্ষতির পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

২৪৮ কোটি টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইতোমধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে। যেসব জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে এগুলো হলো- মানিকগঞ্জ, নরসিংদী, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কক্সবাজার, লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ভোলা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।

উল্লেখ্য, প্রকল্পটির প্রথম ধাপ ২০১০ সালে শুরু হয়। ১৪৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ২৫টি জেলায় বাস্তবায়ন করা হয়েছে।- বাসস

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।