কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৫

কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে আসছে হাজারো মৃত জেলিফিশ। আটকে থাকা জেলিফিশগুলো পঁচে-গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। কুয়াকাটা মূল সৈকতের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে জেলিফিশগুলো ছড়িয়ে-ছিটিয়ে আটকে যাচ্ছে। জেলিফিশগুলো এখনই সংগ্রহ করে মাটি চাপা দেয়ার উদ্যোগ না নিলে দুর্গন্ধে সৈকতের পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে ।

আশার আলো মৎসজীবী জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, সাগরে জাল ধরলে জেলিফিশ আটকা পড়ে। গত ৩-৪ দিন ধরে এমন অবস্থা চলছে।

জেলে আব্দুল মজিদ জানান, সাগরে জেলিফিশের কারণে জাল পাততে পারছেন না তারা। তাদের ভাষায় এগুলো সাগরের নোনা।
 
জলবায়ুর দ্রুত পরিবর্তন জনিত কারণে জেলিফিশের অভয়াশ্রম বাস অনুপযোগী হওয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. আ.ক.ম মোস্তফা জামান জানান, সমুদ্রে দুষণের কারণে জেলিফিশের অভয়াশ্রম বাস অনুপযোগী হয়ে এমন বিপর্যয় হতে পারে। ভেসে আসা জেলিফিশটির বৈজ্ঞানিক নাম অরিলিয়া-অরিটিয়া।
 
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, জরুরি ভিত্তিতে সৈকত থেকে এগুলো অপসারণে পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারি মাসে হাজার হাজার মরা জেলিফিশে কুয়াকাটা সৈকত আটকে একাকার হয়ে যায়। পঁচে-গলে ছড়াতে থাকে দুর্গন্ধ। তখন স্থানীয় লোকজন মরা জেলিফিশ অপসারণের উদ্যোগ নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।