বীজ থেকে গাঁদা ফুল রোপণ করবেন যেভাবে
এই সময়ে গ্রামের প্রায় বাড়িতে গাঁদা ফুল গাছ দেখা যায়। গাছে গাছে এখন ফুলের সমারোহ। এই ফুলের বীজ থেকেও গাছ গাঁদা ফুল গাছ চাষ করতে পারবেন।
বীজ থেকে গাঁদা রোপণ
• বাংলাদেশের গ্রামাঞ্চলে শীতের শুরুর দিকেই গাঁদা বীজ রোপণ করতে শুরু করুন।
• একটি ছোট পাত্র বা ট্রেতে মাটি দিয়ে ভরাট করুন, যা হালকা ভেজা। নিচে ড্রেনেজ গর্ত রাখুন।
• মাটির উপরিভাগে সমানভাবে গাঁদা বীজ রাখুন। শুধু তাদের মাটিতে হালকা চাপ দিলেই হবে।
• আর্দ্রতা ধরে রাখার জন্য ভার্মিকুলাইটের পাতলা আবরণ দিয়ে বীজ ঢেকে দিন। তারপর পুরো ট্রে বা পাত্রটিকে প্লাস্টিকের মোড়ক বা ঢাকনা দিয়ে ঢেকে দিন।
• গাঁদা বীজের অঙ্কুরোদগমের জন্য সরাসরি রোদ জরুরি নয়। পাত্রটি গরম কোথাও রাখুন। প্রায় চার-পাঁচ দিনের মধ্যে প্রথম স্প্রাউটগুলো বের হতে শুরু করবে।
• বীজ অঙ্কুরিত হতে শুরু করার পর প্লাস্টিকের মোড়ক সরিয়ে দিন। আরও বিকাশের জন্য আলো-বাতাস দিন।
• ট্রে বা পাত্রটি এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা সরাসরি রোদ থাকে। গাঁদা গাছ জন্মানোর জন্য রৌদ্রোজ্জ্বল পরিবেশ জরুরি।
• পাত্রের আর্দ্রতা থাকা উচিত। অতিরিক্ত পানি দেওয়া এড়িয়ে চলুন। কেননা স্যাঁতসেঁতে ছত্রাক অতিরিক্ত ভেজা মাটিতে জন্মাতে পারে।
• এরপর চারাগুলো বাগানে প্রতিস্থাপন করতে পারেন। একবার কয়েকটি নতুন পাতা গজালে গাছটি যথেষ্ট শক্তিশালী হয়।
এসইউ/জেআইএম