রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে নুর আলম নামে (৩০) এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভবন থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।

নুর আলমের আত্মীয় রিমা আক্তার জানান, নুর আলম বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ১২ নম্বর রোডে নির্মাণাধীন বহুতল ভবনের ১৩তলায় কাজ করছিলেন। সকালে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নুর আলম চাঁদপুরের কচুয়া থানার চাপাতলী গ্রামের আব্দুল মান্নানের সন্তান। তেজগাঁ বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।