ঘূর্ণিঝড় থেকে গবাদিপশু ও ফসল রক্ষায় করণীয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৫ মে ২০২৪

প্রতি বছর এই সময়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়। একই সঙ্গে আমাদের দেশে এখন ফসলেরও মৌসুম চলছে। তাছাড়া শাক-সবজি বা গবাদিপশু-পাখির খামার সারাবছরই দেখাশোনা করতে হয়। ফলে ঘূর্ণিঝড়ের কবল থেকে গবাদিপশু-পাখি ও ফসল রক্ষার বিষয়ে ভাবতে হয়। তাই ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে ফসল রক্ষায় করণীয় সম্পর্কে কিছু পরামর্শ উল্লেখ করা হলো—

গবাদিপশু ও ফসল রক্ষায় করণীয়

১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।

২. সংগ্রহ করা ফসল পরিবহন না করা গেলে মাঠে গাদা করে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন।

৩. ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে যেন ফসলের কোনো ক্ষতি না হয়।

৪. দ্রুত পরিপক্ব শাক-সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন।

আরও পড়ুন

৫. সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে আপাতত বিরত থাকুন।

৬. দাঁড়ানো ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।

৭. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।

৮. খামারজাত সব পণ্য নিরাপদ স্থানে রাখুন।

৯. আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং শাক-সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

১০. পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন যেন ভারী বৃষ্টিপাতে সময় অতিরিক্ত পানিতে মাছ ভেসে না যায়।

১১. গবাদিপশু ও হাঁস-মুরগি শুষ্ক ও নিরাপদ স্থানে রাখুন।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসইউ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।