ঢাকায় মাশরুম চাষ সম্প্রসারণবিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৯ মে ২০২৪

‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’ এর আওতায় ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘মাশরুম খান সুস্থ থাকুন’ স্লোগানে বৃহস্পতিবার (৯ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আ. কা.মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএইর সরেজমিন উইংয়ের পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. কে জে এম আব্দুল আওয়াল এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাসার।

এ সময় মাশরুম চাষের সার্বিক দিক তুলে ধরে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের পরিচালক ড. আখতার জাহান কাঁকন উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও তাদের সফলতা বিষয়ে আলোচনা করা হয়।

আঞ্চলিক কর্মশালায় প্রকল্পের আওতাভুক্ত জেলা অফিস, উপজেলা কৃষি অফিস, মেট্রোপলিটন কৃষি অফিসের কর্মকর্তা এবং মাশরুম উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।