শীতে ধানের বীজতলার যত্ন নেওয়ার উপায়
দেশে এখন বইছে পৌষের শীত। শুরুর দিকে শীতের তীব্রতা অনুভব না হলেও এখন কাঁপছে পুরো দেশ, বইছে শৈত্যপ্রবাহ। এ সময়ে অনেকে বোরো ধানের জন্য তৈরি করছেন বীজতলা। এ বীজতলার যত্ন কীভাবে নেবেন, জেনে নিন উপায়—
১. সুস্থ সবল চারা পেতে বীজতলায় সব সময় পানি রাখুন।
২. বোরো মৌসুমে বেশি শীত হলে বীজতলা সন্ধ্যায় পানিতে ডুবিয়ে দিয়ে সকালে পানি ছেড়ে দিন।
৩. বেশি কুয়াশা হলে সকালে রশি টেনে শিশির ফেলে দিন।
৪. বীজ বপনের ৩-৪ দিন পর থেকে নালায় সেচ দিন এবং বীজতলার মাটি নরম রাখুন।
আরও পড়ুন: সৌরশক্তির সেচে সবজি চাষে সফল কৃষক
৫. বীজতলায় ২-৫ সেন্টিমিটার (০.৭৮ থেকে ২ ইঞ্চি) পানি রাখুন।
৬. মাঝে মাঝে জমে থাকা পানি বের করে পুনরায় নতুন পানি দিন।
৭. চারা গাছ হলদে হয়ে গেলে চারা গজানোর ২ সপ্তাহ পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করুন।
৮. ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে বীজতলায় মাত্রা অনুযায়ী থিয়োভিট প্রয়োগ করুন।
৯. রোগ দমনের জন্য বেশি শীত ও কুয়াশায় বীজতলায় মাত্রানুযায়ী টিল্ট বা স্কোর স্প্রে করুন।
সূত্র: সিনজেনটা
এসইউ/এমএস