ঈশ্বরদীতে শীতকালীন সবজি চাষে ধুম পড়েছে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

প্রকৃতিকে বিদায় জানাচ্ছে শরৎ। উঁকি দিচ্ছে হেমন্ত। ভোরে দেখা মিলছে কুয়াশার। হেমন্তের পরেই শীতকাল। তাই শীতের নানা সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈশ্বরদীর কৃষকেরা। পাবনার ঈশ্বরদী উপজেলার মাঠে মাঠে এখন সবজি চাষের ধুম। অনেকেই শীতকালীন সবজির আগাম চাষ করেছেন। মাঠজুড়ে এখন গাজর, মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি ও টমেটোর চাষ চলছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়। এর মধ্যে কিছু জমিতে আগাম সবজি চাষ হয়েছে। উপজেলার ভাড়ইমারী, নওদাপাড়া, মুনসিদপুর, মুলাডুলি মধ্যপাড়া, বাঘহাছলা, সাহাপুুর, মিরকামারীসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। সকাল-সন্ধ্যা সবজি ক্ষেত পরিচর্যা করছেন। কেউ কেউ চারা ও বীজ বপনে ব্যস্ত। মুলাডুলি ইউনিয়নের গ্রামগুলোয় শিমের চাষাবাদ চলছে। সলিমপুরের ভাড়ইমারী, নওদাপাড়া, মিরকামারী ও সাহাপুর গ্রামে গাজরের চাষ বেশি দেখা যায়। এছাড়া লক্ষ্মীকুন্ডা পদ্মার চরাঞ্চলে মুলা, ফুলকপি, টমেটো ও ধনিয়া চাষ বেশি।

ভাড়ইমারী গ্রামের সবজি চাষি জিয়াউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ফুলকপি, বাঁধাকপি, ওলকপি চাষের প্রস্তুতি নিচ্ছি। বীজতলা তৈরি করে চারা প্রস্তুত করেছি। এসব চারা এখন তুলে রোপণ করা হবে। আশ্বিনের শেষে অথবা কার্তিকের শুরুতে কপির চারা রোপণ করলে ২ মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। সাড়ে ৪ বিঘা জমিতে সবজি চাষ শুরু করেছি।’

ঈশ্বরদীতে শীতকালীন সবজি চাষে ধুম পড়েছে

আরও পড়ুন: বিলেতি ধনে পাতায় স্বাবলম্বী চাষিরা

মনসিদপুর গ্রামের মহামতিন বলেন, ‘শীতকালীন সবজি চাষের জন্য বীজতলা তৈরি করেছি। সেখান থেকে চারা তুলে দুই-চারদিনের মধ্যে জমিতে রোপণ করবো। এবার ফুলকপির চারা বেশি তৈরি করেছি। ফুলকপি চাষে ভালো লাভ হয়।’

ঈশ্বরদীতে শীতকালীন সবজি চাষে ধুম পড়েছে

নওদাপাড়া গ্রামের মেহেদি ইসলাম বলেন, ‘শীত মৌসুমে সবজি চাষের জন্য বীজতলায় চারা তৈরি করেছি। এগুলো রোপণের উপযোগী হয়েছে। কয়েকদিনের মধ্যে রোপণ করবো। এলাকায় মূলত গাজর, মুলা, কপি এবং গ্রীষ্মকালে লিচুর ব্যাপক আবাদ হয়।’

সলিমপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ইউনিয়নে শীতকালীন সবজি চাষ হচ্ছে। এখানে গাজর, মুলা, ফুলকপি, ওলকপি ও শিম চাষ বেশি হয়। এছাড়া টমেটো, ধনিয়া, লাল শাক, পালং শাকের ফলনও ভালো হয়। কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।’

ঈশ্বরদীতে শীতকালীন সবজি চাষে ধুম পড়েছে

আরও পড়ুন: মিরসরাইয়ে লাউ চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জাগো নিউজকে বলেন, ‘এখানে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। শিম, ফুলকপি, গাজর ও মুলাসহ বিভিন্ন সবজি চাষ হয়। ১৬ অক্টোবর রবি মৌসুম শুরু হচ্ছে। এখানকার কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।’

শেখ মহসীন/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।