মরিচ গাছের যত্ন জানালো কৃষি তথ্য সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১১ জুলাই ২০২৩

বিকল্প পোষক এবং গাছের পরিত্যক্ত অংশ থেকে বায়ু, পানি ইত্যাদির মাধ্যমে মরিচ গাছের আগা মরা, ফল পচা ও ক্ষত রোগ মরিচ গাছে বিস্তার লাভ করে। আর্দ্র আবহাওয়া ও অধিক বৃষ্টিপাত এ রোগ বিস্তারে সহায়তা করে। তাছাড়া বীজের মাধ্যমেও এ রোগের বিস্তার হয়।

এ রোগের প্রতিকার জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

রোগের প্রতিকার

>> সুস্থ ও সবল ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে।

>> কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বোক্সিন + থিরাম গ্রুপের ছত্রাকনাশক প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করে বপন করতে হবে।

chilli

>> পানি নিকাশের ব্যবস্থা করতে হবে।

>> গাছের পরিত্যক্ত অংশ, আগাছা ও আশপাশের ধুতুরা জাতীয় গাছ একত্র করে ধ্বংস করে ফেলতে হবে।

>> রোগ দেখা দেওয়ার সাথে সাথে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলিলিটার হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর গাছে স্প্রে করতে হবে।

এনএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।