মাছের আঁইশ ওঠা রোগ প্রতিকারের উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৭ জুলাই ২০২২

মাছ চাষ করে দ্রুত লাভবান হওয়া গেলেও এর অনেক রোগে চাষিরা সমস্যায় পড়েন। এসব রোগের মধ্যে মাছের আঁইশ ওঠা রোগ অন্যতম। ব্যাকটেরিয়া, ছাত্রাক, মাইকোপ্লাজমা ও অণুজীবের আক্রমণে মাছের বিভিন্ন রোগ হয়ে থাকে। মাছের আঁইশ উঠা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার জেনে নিই মাছের আঁইশ ওঠা রোগের কারণ ও লক্ষণ।

মাছের আঁইশ ওঠা রোগ অ্যারোমোনাস ব্যাকটেরিয়া সংক্রমণে হয়। মাছের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়। আঁইশ বাঁকা হয়। সামান্য ঘষা বা আঘাতেই আঁইশ উঠে যায়। লেজ অবশ হয়। মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে। মাছ খাদ্য গ্রহণ করে না।

এ রোগে মাছ আক্রান্ত হলে পুকুরে জৈবসার প্রয়োগ কমাতে হবে। প্রতি শতাংশে ১ কেজি চুন নিয়মিত প্রয়োগ করতে হবে। জাল রোদে শুকিয়ে পুকুরে ব্যবহার করা উচিত। এক লিটার পানিতে ২ থেকে ৩ মিলি গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ১ লিটার পানিতে ১ মিলিগ্রাম তুঁতে মিশিয়ে মাছকে গোসল করালে এ রোগ ভালো হয়। প্রতি কেজি খাদ্যে ১ গ্রাম ক্লোরোমাইসিটিন মিশিয়ে মাছকে কমপক্ষে ৭ দিন খাওয়াতে হবে। এভাবে নিয়ম মেনে চললে মাছের আঁইশ রোগ প্রতিকার করা যাবে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।