চাঁদপুরে অর্গানিক স্ট্রবেরির ব্যাপক ফলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

চাঁদপুরের আলোচিত ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে এবছর স্ট্রবেরি চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ করে সুগন্ধিযুক্ত, সুস্বাদু এবং রসালো ওজার্ক বিউটি নামক এই স্ট্রবেরির বাম্পার ফলন হয়েছে। আকারে বড় ও লম্বাটে এই স্ট্রবেরির স্বাদ এতোই চমৎকার যে আমদানিকৃত যেকোনো জাতের স্ট্রবেরিকে হার মানাবে।

পাতার দাগ ও পাতা ঝলসে যাওয়া রোগ প্রতিরোধী ও স্ব-পরাগায়ন জাতের ওজার্ক বিউটি হতে পারে ভবিষ্যতে এদেশের আবহাওয়া উপযোগী একটি বাণিজ্যিক জাত। এরই মধ্যে অনেক নতুন নতুন উদ্যোক্তা এই জাতের স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে পরিত্যক্ত একটি ইটভাটায় বালু ভরাট করে সেখানে ফ্রুটস্ ভ্যালি এগ্রো স্থাপন করেন সাংবাদিক হেলাল উদ্দিন। শুরুর পর থেকেই পরীক্ষামূলকভাবে একের পর এক বিভিন্ন প্রজাতির ফলের চাষাবাদ শুরু করেন তিনি।

jagonews24

এরই ধারাবাহিকতায় গত বছর ফ্রুটস্ ভ্যালিতে আমেরিকান ৩টি জাতের স্ট্রবেরির চাষ করেন। কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার কারণে তা সফলতার মুখ দেখেনি। তবে এবছর ওজার্ক বিউটি নামের সম্পূর্ণ নতুন জাতের স্ট্রবেরি চাষে ব্যাপক ফলন হয়েছে।

ফ্রুটস্ ভ্যালি এগ্রোর কর্মচারীরা জানান, এখানে একটি ইটভাটা ছিল। সেখানে প্রথমে বালি ও তার উপর মাটি ফেলে চাষ উপযোগী বেড তৈরি করা হয়েছে। পরে মাটি শোধন করার জন্য দানাদার কীটনাশক দেয়া হয়েছে। এখানে অন্যকোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি। গোবর, বার্বি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, হাড়ের গুঁড়া ও নিম খৈল ব্যবহার করে এই বেড তৈরি করা হয়েছে। তারপর এই ওজার্ক বিউটি জাতের স্ট্রবেরির চারা রোপণ করা হয়।

ফ্রুটস্ ভ্যালি এগ্রোর ম্যানেজার হাসান জানায়, আমরা এবছর যে স্ট্রবেরি চাষ করেছি তা বিদেশি ভিন্ন একটি জাত। গতবছরও আমরা স্ট্রবেরির চাষ করেছিলাম। তবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে সেসময় সাফল্য আনতে পারিনি। তবে এবছর আমরা সফল হয়েছি। সবচেয়ে বড় বিষয় আমরা স্ট্রবেরি চাষে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে ফলটি আমরা বাজারজাত করতে পারবো।

স্ট্রবেরির চাষে সফলতার কথা শুনে সরেজমিনে দেখতে ছুটে আসছেন আশপাশের জেলা-উপজেলার নতুন উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে তালহা জোবায়ের আলম ও পলাশসহ আরো বেশ কয়েকজন বলেন, ডাকাতিয়া নদীর পাড়ে সুন্দর একটি পরিবেশে এখানে স্ট্রবেরির চাষ হচ্ছে। আমরা জানতে পেরেই এখানে এসেছি।

jagonews24

তারা আরও বলেন, আসার পর দেখতে পেলাম যে স্ট্রবেরির চাষ এখানে হয়েছে তা অনেক বড় সাইজের ও অনেক সুন্দর। আমরা স্ট্রবেরি খেয়ে দেখেছি। আসলেই অনেক সুস্বাদু। আমাদের দেশের বাজারে যেসব স্ট্রবেরি পাওয়া যায় আমরা মনে করি এই জাতটি তার মধ্যে সবচেয়ে ভালো। তারা দাবি করেন, বাংলাদেশে যদি বাণিজ্যিকভাবে এই স্ট্রবেরির চাষ করা যায় তাহলে দেশের বেকারত্ব দূর হবে। পাশাপাশি যুবকরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

ফ্রুটস্ ভ্যালি এগ্রোর সত্ত্বাধিকারী সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশে বিভিন্ন জাতের স্ট্রবেরির চাষ শুরু হয়েছে। তবে স্ট্রবেরিতে আমাদের যে মান দরকার যেমন পুষ্টিগুণ, আকার কিংবা স্বাদ এসব আমরা খুব কম লক্ষ্য করছি। তার মধ্যে ওজার্ক বিউটি জাতটি খুবই সুগন্ধিযুক্ত ও মিষ্টি এবং রসালো একটি জাত। এটি যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে স্ট্রবেরি চাষে একটি বিপ্লব আসতে পারে।

তিনি বলেন, অর্গানিক পদ্ধতিতে যদি কেউ স্ট্রবেরি চাষ করে তাহলে চারা কেনা থেকে ফল পাওয়া পর্যন্ত মোট খরচ ১৫০ থেকে ২০০ টাকা হতে পারে। কিন্তু এই গাছটির মাধ্যমে অন্তত খরচ বাদেও ৪০০ থেকে ৫০০ টাকা আয় করা সম্ভব। সেক্ষেত্রে এই চাষে অবশ্যই বাণিজ্যিকভাবে সফল হওয়া সম্ভব। স্ট্রবেরি বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় সারাবিশ্বে এর আলাদা চাহিদা রয়েছে। তিনি বলেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ছাড়া স্ট্রবেরির ভালো ফলন আশা করা যাবে না।

চাঁদপুর কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস জানান, ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে বিভিন্ন প্রজাতির আয় বর্ধনশীল দেশি বিদেশি ফলের চাষাবাদ হচ্ছে। উক্ত চাষাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা এবং উপকরণ সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে নরেশ চন্দ্র দাস বলেন, ফ্রুটস্ ভ্যালিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। তা দেখতে উপজেলা এবং আশপাশের জেলা থেকেও অনেকে আসছেন এবং তারা এসব ফসলাদি চাষাবাদ দেখে উৎসাহিত হচ্ছেন।

নজরুল ইসলাম আতিক/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।