ফরিদপুরে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৭ এপ্রিল ২০২১

সারাদেশের মধ্যে পেঁয়াজ বীজ উৎপাদনে শীর্ষে রয়েছে ফরিদপুর। এর মধ্যে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে জেলার নগরকান্দায়ও। অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ বীজ উৎপাদন বেশি লাভজনক হওয়ায় এটি নগরকান্দায় ‘কালো সোনা’ নামে বেশ পরিচিত ।

গত বছর বীজের দাম ভালো পাওয়ায় এ বছর আগ্রহ নিয়ে বেশি জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন এ উপজেলার পেঁয়াজ বীজ চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম ভৌমিক জানান, নগরকান্দায় এ বছর ৭০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। যা থেকে ৪২ মেট্রিক টন বীজ উৎপাদিত হবে।

এখন শুধু, মাঠ থেকে বীজ আহরণের কাজে ব্যস্ত উপজেলার সংশ্লিষ্ট কৃষক ও কৃষাণীরা। পরে তা বিভিন্ন প্রক্রিয়ায় বীজ প্রস্তুত করে সরবরাহ করা হবে সারাদেশের বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ চাষিদের কাছে।

এদিকে কালো সোনা তথা পেঁয়াজ বীজ চাষিরা উন্নত প্রশিক্ষণ পেলে তারা মানসম্মত বীজ সরবরাহ ও সরকারের সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে পেঁয়াজ বীজ বিদেশে রপ্তানি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এন কে বি নয়ন/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।