মাদারীপুরে বেড়েছে সরিষার চাষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

মাদারীপুরজুড়ে এখন সরিষা ফুলে ফুলে ঢেকে গেছে ফসলের মাঠ। চারদিকে শুধু সরিষা ফুলের মৌ মৌ সুবাস ভেসে আসে। সরিষার এমন আবাদ দেখে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম পেলে গত মৌসুমে ধানের দাম না পাওয়ার ক্ষতি এবার সরিষা দিয়ে পুষিয়ে নিতে পারবেন।

ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, মাদারীপুরের অধিকাংশ ফসলের মাঠে এবছর প্রচুর পরিমাণ সরিষা আবাদ করা হয়েছে। যে দিকে চোখ যায় শুধু হলুদ রঙের সরিষার ক্ষেত চোখে পড়ে। তাকালেই যেন সরিষা ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়।

> আরও পড়ুন- হেমন্তের মাঠে কৃষকের হাসি 

মাদারীপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক তায়ানীসহ একাধিক চাষী জানান, সরিষার ভালো ফলন হলে গত ধানের মৌসুমে বাজারে ভালো দাম না পাওয়ায় এবার সরিষা দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

মাদারীপুর জেলা কৃষি অধিদফতর জানিয়েছে, চলতি মৌসুমে মাদারীপুর জেলার ৪টি উপজেলায় ১৩ হাজার ৮শ’ হেক্টর জমিতে দেশি জাতের মাঘী, ধলী, উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ জাতের সরিষার আবাদ করা হয়েছে। গত বছর এই আবাদের পরিমাণ ছিলো ১০ হাজার হেক্টর। সে হিসেবে মাদারীপুরে আবাদ বেড়েছে ৩ হাজার হেক্টর জমিতে।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএমএ গফুর বলেন, সরিষা চাষে কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করে থাকে। উৎপাদন বৃদ্ধির জন্যও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।