টমেটোর ভালো ফলন পেতে যা করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

নিজের লাগানো গাছ বড় হয়ে যখন টমেটো ফলে তা দেখতে ভালোই লাগে। আর গাছ থেকে নিয়ে তাজা সেই টমেটো সালাদ বা তরকারিতে দিয়ে খেতে নিশ্চয়ই অসাধারণ লাগবে। তবে এর জন্য যত্ন করতে হবে। তাহলে জেনে নেই ভালো ফলন পাওয়ার উপায়গুলো-

১. গাছ যখন বেড়ে ওঠা শুরু করবে; তখন টবের প্রায় পুরোটাই মাটি দিয়ে ভরে দিন। এতে গাছ ভালো বাড়বে।
২. পর্যাপ্ত রোদ আসে এমন স্থানে টব বসান, এতে গাছ তার নিজের খাদ্য সহজেই তৈরি করতে পারবে।
৩. রোদের তাপ খুব বেশি হলে বিকেলের দিকে টব সরিয়ে নিন বা ছায়ার ব্যবস্থা করুন।

৪. নিয়ম করে দুই-তিন দিন পর পর পানি দেয়া ভালো। গাছ বড় হলে পানি সরবরাহ বাড়াতে হবে।
৫. টবে এক বা একাধিক খুঁটি পুঁতে তার সাথে গাছটিকে বেঁধে দিলে ভালো হয়।
৬. নেট দিয়ে ঢেকে দিতে পারেন, তাতে পোকামাকড়ের আক্রমণ করার সুযোগ কমে যাবে।
৭. গাছের বয়স ছয় সপ্তাহ হলে গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একটু করে সার দিতে পারেন।
৮. শীত ও গরমে সঠিক আর্দ্রতা ধরে রাখতে শুকনো পাতা বা শাকসবজির খোসা দিন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।