রেড লেডি পেঁপে কেন চাষ করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০২ আগস্ট ২০১৮

বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ। এটি অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর, ওষুধি গুণ সম্পন্ন সবজি ও ফল। তবে সাধারণ পেঁপের চেয়ে রেড লেডি পেঁপের বেশি গুণাবলী রয়েছে। তাই আসুন জেনে নেই কেন এই সবজি বা ফল চাষ করবেন-

লেডি পেঁপের বৈশিষ্ট্য

১. এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।
২. রেড লেডি জাতের প্রত্যেকটি গাছে পেঁপে ধরে।
৩. রেড লেডি জাতের পেঁপে গাছ সর্বোচ্চ ১০ ফুট লম্বা হয়।
৪. গাছের উচ্চতা ৬০-৮০ সেন্টিমিটার হলে ফল ধরা শুরু করে।
৫. প্রতিটি গাছে ৫০-১২০টি পর্যন্ত ফল ধরে।
৬. ৫-৬ মাসের মধ্য ফুল আসে।
৭. প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে।

Red-Lady-in

৮. এ জাতের পেঁপেগুলো বেশ বড় হয়।
৯. ফলের রং হয় লাল-সবুজ।
১০. একেকটি ফলের ওজন দেড় থেকে ২ কেজি।
১১. মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত।
১২. কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়।
১৩. পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলে দূর-দূরান্তে বাজারজাত করা যায়।
১৪. এ জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা সম্পন্ন।
১৫. এ জাতের জীবনকাল ২ বছরের বেশি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।